কিশোরগঞ্জের হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমনের পেশাদারিত্ব, সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলার সেবা কার্যক্রমে পুলিশের চিরাচরিত দৃশ্যপট। তার নিরলস শ্রম ও গতিশীল তৎপরতায় প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত কার্যক্রমসহ সবক্ষেত্রেই ফিরে এসেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। বিশেষ করে সফল বিট পুলিশিংয়ের মাধ্যমে গ্রামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ফলে এখন জনভোগান্তিও অনেকাংশে কমে এসেছে ।
সূত্রমতে, জানা গেছে ওই পুলিশ কর্মকর্তা গতবছর ১১ ডিসেম্বর হোসেনপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন। দায়িত্বভার গ্রহণের পর থেকেই তিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢেলে সাজিয়েছেন অধিক্ষেত্রের প্রতিটি শাখা ও উপশাখা।
এছাড়াও উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের সেবা নিশ্চিতেও জনগণকে সচেতন করে তোলার জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয় সাধন করে চলছেন।
মাদক নির্মূলে মাদকের আস্তানা ভেঙে দিয়ে মাদকদ্রব্য উদ্ধার, ফুটপাত দখলমুক্ত করা, জুয়ার সামগ্রীসহ জুয়াড়ি গ্রেপ্তার, খুন, ধর্ষণ, ইভটিজিং, ডাকাতি মামলার দাগী ও ফেরারি আসামি গ্রেপ্তার করে উপজেলাকে মাদকমুক্ত করেছে। তিনি এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় দায়িত্ব পালনকালে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তার একমাত্র দায়িত্ব ও কর্তব্য । সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ ও এসডিজি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
টিএইচ